ভাগের ভাগ না পেলে মুখে ফোটে  খৈ
প্যান্টালুনেই কাছা এঁটে নৃত্যে মাতে তাথৈ
ভাগের ভাগ দিচ্ছে কে, সবটা জানে গোঁসাই  
প্রচারেই মেলে সন্তের মোক্ষ, রিপুতে বিরোধ নাই।

ভুখা থেকেও চুপ ! মুখ্যু গুলোর পোড়া কপাল  
পাশার দানে ঢেকুর তুলে ভাগ্য ফেরায় গোপাল  
ডিগবাজী বেশ মজার খেলা, পুঁজি শুধুই ছল  
শিক্ষা নেয় না একটুও, কপাল পোড়ার দল।  

কার ভাগে কতটুকু, জানাতে ও নেই আগ্রহ
ভিক্ষে পেলেই ভীষণ খুশী, গোপাল মানেই বিগ্রহ  
বিগ্রহ ভাবে সবার জন্য, এই ভাবনায় কিস্তি মাত  
ঘরের চাল ফুটো হলেও নির্ভাবনায় কাটায় রাত।  

করের অর্থ যাচ্ছে কোথায় ? সে সবে নেই হুঁশ
দুধ চাইলে জোটে লাথি, তবুও দেবতা ভাবে মানুষ  
নীতির কলে গেলেও গর্দান, হয় না কারো অনুভব
কপাল পোড়ার বাড়লে সংখ্যা, গোপালের ফেরে গৌরব !    

আইনের জটাজালে প্রচার চলে,  দোষী সাজা পায়  
কুমড়ো চোরে জেল খাটে, জাহাজ চোর ঘুরে বেড়ায়
ভাগের ভাগ পৌঁছে গেলে, সব সমস্যার হয় সমাধান
নির্বাণ লাভে পোড়া কপাল, চক্ষু বুজেই করে ধ্যান।

সোনারপুর
৬/৭/২১