কিছু কথা থাক বাকি, ফুরাতে দিওনা এখনি সব
ঝরা পাতার বনে আসে কি পাখি, করে কলরব
দহনে বিমর্ষ দূর্বো বেঁচে থাকে, শিশিরের আশে
সহজ নয় জানা সব অচেনারে, সময়ের পরবাসে ।
কিছু কথা থাক বাকি, অচেনা আগামীর পথ চেয়ে
বিদুষী মল্লারে বাজুক তানপুরা, প্লাবিত অন্তরে বন্যা আসুক ধেয়ে
সময়ের ছিন্ন সূত্র চিনে হয়ত জাগবে নতুন আশা
দুহাত বাড়িয়ে সামনে দাঁড়াবে আগলিয়ে রাখা ভালোবাসা।
কিছু কথা থাক বাকি, মনের মায়াবী স্বপ্নে মিশে
ভাঙাচোরা দেউলে সবুজ স্বপ্ন দোলায় অবগুণ্ঠিত আশে
জট পাকানো সুতোয় মিয়ানো মাঞ্জা যদি বাঁকা হাসি হাসে
গরজে টেনে নিয়ে যাবে জীবন, দুর্বোধ্য পথের শেষে ।
কিছু কথা থাক বাকি, অবাঞ্ছিত যন্ত্রনায় ন্যুব্জ মনের সাহসে
পথ হারাতে হারাতে খুঁজে পাওয়ার আনন্দে তন্ময় আবেশে
নতুন কথার হবে জন্ম পুরনো সূত্রে মনের গোপন দেশে
চেনা হয় যদি সব অচেনারে নব বসন্তের স্বপ্নাদেশে।
সোনারপুর
১৫/০২/২০২২