ছাড়ি ছাড়ি করি বটে,  ছাড়তে পারলাম কই
মায়ার বাঁধন ভীষণ কঠিন আশায় বেঁধে রাখে    
ভাঙতে ঢেলা মন জমিনে কত দিলাম মই
ছাড়ি ছাড়ি করি বটে,  ছাড়তে পারলাম কই
ঘুরিয়ে মারল ঘানির পাটে কাপড় বেঁধে চোখে        
নিত্য ভাসি চোখের জলে মনরে বলি কাকে
ছাড়ি ছাড়ি করি বটে,  ছাড়তে পারলাম কই
মায়ার বাঁধন ভীষণ কঠিন আশায় বেঁধে রাখে।  

সোনারপুর
১৫/০৯/২০২১