উল্ট পুরাণ মনের মতন  
পাল্টে যাচ্ছে জীবন
রাত জাগতে ডাকছে বিজ্ঞাপন
বিনি পয়সায় কথাকোপন
নিশিথে মেলে অরুপ রতন
আধুনিক কালের পরিবর্তন।  

সোনারপুর
১১/১০/২০২২