বাঁচতে তো সব্বাই চায়, পিঠ বাঁচিয়ে চকচকে সুখে
কিন্তু সময়ের অঙ্ক বড্ড গোলমেলে, কখন যে কি হয়ে যায়
এই ছিল এই নেই, আলাদিনের ম্যাজিক, কষ্টের ছাপ মুখে
বাঁচতে তো সব্বাই চায়, পিঠ বাঁচিয়ে চকচকে সুখে ।
মানবতা ঠাঁই পায়না , হার মানে সীমাহীন নষ্ট লোভে
শেষ রক্ষা হয় না, অপ-কর্মের বিষফল পিছে ধায়
বাঁচতে তো সব্বাই চায়, পিঠ বাঁচিয়ে চকচকে সুখে
কিন্তু সময়ের অঙ্ক বড্ড গোলমেলে, কখন যে কি হয়ে যায় ।
সোনারপুর
২৩/০৭/২০২২