বসন্ত বাতাসে এ কাহার হুতাশ
হৃদে বাজে অহরহ বাজে
রাত ফুরানো কথারা জাগে
অনুভবে পাই নিবিড় দীর্ঘঃশ্বাস।  

চঞ্চল বরষার আলাপনে
পাতায় পাতায় বাজে নূপুর বনে
কান পেতে থাকি শুনবো বলে
শুনেছিলাম যাহা আগের কালে
হৃদয়ে এখন শুধুই ভাঙন  
সময়ের ভাটির টানে।  

কিছু না বলে সে চলে গেলো
বসন্ত কখন যে বৈশাখী হলো  
বুঝিতে পারিনি তার এতটুকু
অন্তরাতে খুঁজি কোথায় নিবাস।  

সোনারপুর
১৪/০২/২০২৩