ওরে ও কুলভাঙা নদী
কোথাযাস তুই ভাঙতে কার হৃদি
অকারণে জাগাস হাজার স্মৃতি
ওরে ও কুলভাঙা নদী।
যতনে সাজানো গোলাপ বাগিচায়
মনের পাপিয়া কেঁদে যায়
না বুঝে হেঁয়ালি ভাসে এই হৃদি
মাঝ দরিয়ায় এসে কি ফেরা যায় ?
হৃদি চাহে না যারে কেন হলে সাথী
সুর ছিল সারাবেলা ভাব উদাসী
কেন এঁকে যাও অঞ্জনে ধুসর স্মৃতি
ওরে ও কুলভাঙা ছলছল নদী।
সোনারপুর
১৫/০২/২০২৩