আনন্দ ধরা মাঝে, উষ্ণতায় থাক মজে
বিকল্প নেই যাহার, সকাল দুপুর কিম্বা সাঁঝে
আর নয় চুপিচুপি মাখামাখি, তুলতুলে অবয়বে  
জড়ায়ে রখি বুকে আদরে অনুরাগে একান্ত ভাবে      
পেলব উরুর ফাঁদে শান্তির দূত, পেষনে সুখ জাগে
আলোছায়া অভিযানে, বিক্ষোভ অভিমানে, সঙ্গী থাকে  
রসিক হৃদয় মাঝে বাসনা আধো লাজে রাত্রি জাগে    
ভেদাভেদ নেই কোন, যখনি যেজন সোহাগ মাগে ।

পাতলা, মাঝারি, ভারি, সকলের অতি আদরের ধন
যত্নে কাছে রাখে, অনুভবে জোয়ার বহে সর্বক্ষণ  
উষ্ণতার পারদ চড়ে, রাখিলে আপন করে, চেপে
বর্ষার দুপুর বা শীতের রাতে, সময় রাখেনা কেহ মেপে
এপাশ ওপাশ সবই চেনা, জানা, দুষ্টু মিষ্টি বহে শ্বাস
ঘুম ঘোরে, অচেতনে,  কেহ নাহি ছাড়ে তারে, নির্জলা এ বিশ্বাস।  

সোনারপুর
২৩.০৪.২০১৮