এই সভ্যতা কি মানুষের ? নাকি মুখোশধারি নৃসংশ শয়তানের
নির্লিপ্ত উদাসীনতায় কাটে সময়, টুঁ শব্দটি নেই কারো মুখে
মনেহয় যেন নরমেধের অংশীদার গোটা বিশ্ব আছে বেশ সুখে
অগণিত আত্মা চাইছে শাস্তি, সভ্যতার কলঙ্ক হিংস্র জানোয়ারের।  

জ্ঞানের রথ যদি বিপথে যায়, পচালাশ খোঁজে লকলকে লালসায়  
কোন মতে পথে বিশ্বাসী সে,  তা জানায় কি আসে যায়
বোবা কালা সেজে থাকাটাই কি সমর্থন যোগায় মানবতায়
কুকুরের কাজ কুকুর করেছে,  নীতি মালায় এড়িয়ে যাব দায় !  

অসৎ বন্ধুর চেয়ে সৎ শত্রুও অনেক ভালো, জ্ঞানীরা বলত আগে
মানুষ থাকলে সব থাকবে, শুধু কি সান্তনার জন্য বলা কথার কথা
নীতি যন্ত্রে সর্বদাই সংহারের ভ্রূকুটি, পারবে মানুষ বাঁচতে একা
জ্ঞানের পরিধি কি বিভক্ত ? সুকর্মে কম, বেশী অপকর্মের ভাগে।

হিংসায় পুষ্টি হয় কত শতাংশের, অহিংসায় কত; নেই তেমন তথ্য
পৃথিবীর সীমা ছেড়ে মহাকাশে খোঁজ নতুন বসতির জন্য জমি
তবুও সঙ্কটে মানুষ, অধীত জ্ঞানের অপব্যবহারে অস্থির এই ভূমি
জ্ঞান কি পরক্ষে হিংসার জন্মদাতা ? কবে জানবে মানুষ এই সত্য।  

সোনারপুর
১৮/৫/২০২১