কাঠি নাড়তে ভালো দিতে ভালো
মিষ্টি মিষ্টি কথা বলে
মন সমুদ্রে বান ডেকে যায়  
বাঁশের ঝাড় হালকা হলে।      

শয়তান আর ধান্দাবাজের সঙ্গী ছিল কাঠি
এখন ধোপদুরস্ত মাতব্বরের সে হয়েছে সাথী    
হাতে কাঠি মুখেহাসি হরেক রকম বেশ
মহানন্দে নেত্য করে মানুষের হলে ক্লেশ
কাঠি মাহাত্ম্য ভুবন জোড়া জনমে মরণে
সর্বহরা ধেয়ে এলে নিত্য থাকে স্মরণে।  

কাঠি সেবা মহান ধম্ম হচ্ছে কালে কালে
কাঠি সত্য কম্মে সে একনিষ্ঠ বলছে মহাকালে।

সোনারপুর
৩০.১২.২০১৯