মোটা পাতলা নিমিত্ত মাত্র
নির্দেশে চলে যন্ত্রী্র  
পরিমিত মদতে দাপটে চলে
সুরক্ষার দায় সান্ত্রীর
সময়ে পুতুলেও বোঝে নাটক    
তাল কাটলে তন্ত্রীর।    

সোনারপুর
০১.০৯.২০২২