ভেবে দেখো বন্ধু ফেলে দেওয়া কথাগুলো একবার, মনে মনে
সেবা পরম ধর্ম, এই ধারণার শুরু কোথায়, বনে নাকি গৃহকোণে ?
কাদের ভালবাসার দানে শিশু মানুষ হয়, হয়ে ওঠে বিদ্যান জ্ঞানী
শুধু নিজ মনের শান্তির কথা ভেবে সন্যাসী হয়ে হলে নাকি ঋণী !
নানা বেশে নানা নামে বিলাও একই পুকুরের পানি নানা মতে ভাবে
খ্যাতি পাও নতুন যজ্ঞে শিক্ষার গুণে, যা পেয়েছিলে আদি গুরুর ত্যাগে
দীক্ষা গুরুর আদেশ শিরধার্য নেই সংশয়, দুর্জ্ঞেয় জ্ঞানের পিপাসায় অন্তর
ভেবে দেখো শান্তি কি পেয়েছ হৃদে ! নাকি কর্মের মাঝেও সে দুস্তর ।
ভাবলে না তাঁদের কথা ! যাঁদের দানে, ত্যাগে আজো সোজা মেরুদণ্ড
যাঁরা আগলিয়ে রেখেছিল বিস্তর সময়, কাটতে দেয়নি বেড়ে ওঠার ছন্দ
পরমার্থ লাভে সরে গেলে দায় এড়িয়ে নিজ মনের করতে সেবা ,
পৃথিবীর আলো দেখানোর কারিগর রইল পড়ে অসময়ে একা একা !
সোনারপুর
০১.০৬.২০২২