ভাবতে পারো একটা মাটির ঢেলায়, কত হবে ধুলো কণা
হয়ত বলবে কি হবে এসব জেনে, কিছু না হয় থাক বাকি
চোখে না দেখেও তো ভাবি কত রূপ, ভাবনায় নেই মানা
ভাবতে পারো একটা মাটির ঢেলায়, কত হবে ধুলো কণা
ভাবের ঘোরে এমন করে আত্মা যদি সামনে আসে ক্ষতি কি
বিভাজনে সে অসংখ্য কণা, অবিভাজ্যে পরমাত্মাতেই গতি
ভাবতে পারো একটা মাটির ঢেলায়, কত হবে ধুলো কণা
হয়ত বলবে কি হবে এসব জেনে, কিছু না হয় থাক বাকি ।
সোনারপুর
৭/৯/২০২১