ভুলে যাচ্ছি প্রতিদিন, পৃথিবীটা ছিল সুন্দর
সম্পর্কে ছিল দৃঢ় বন্ধন প্রতিটি অন্তর
পরশ্রী দহনে সবুজ মনোভূমি তপ্ত লৌহখাঁচা  
প্রশ্ন জাগে, প্রাণ স্পন্দনের অর্থই কি বাঁচা ?        

ঈর্ষা মোহ যখন মানুষের নিত্য সহচর  
হিতাহিত জ্ঞান লুপ্ত, দীর্ণ জীবন চরাচর  
অহং বোধে নিত্যই বুঁদ, স্তাবকতায় মহান      
মননে প্রতিদিন দীন, ছড়িয়ে আছে প্রমাণ।    

আমরা প্রগতিশীল, আমরা নিত্য স্বার্থপর
দরজার বাইরে যারা,  ভাবি সব্বাই পর  
পথের শেষে আবার পুরনো পথে হাঁটি
স্বার্থে খুঁজে পেতে চাই সম্পর্কের ঘুঁটি।

সোনারপুর
২৪/০৩/২২