পাল্টে যাচ্ছে জন মানসে চেতনার রঙ
সমাজের কোণে কোণে মুখোশের সঙ
ভাবাবেগে গৃধ্রের চঞ্চূতে হিতৈষীর হাসি
দুনিয়া জুড়েই চক্রান্তের জাল অদৃশ্য ফাঁসি
দুর্দশার ফল্গুতে নীলিমায় অবিরাম আগুন
দূষণের ক্ষতে বিষণ্ণ মনে জাগে না ফাগুন।
  
সোনারপুর
৯/০৩/২০২২