পিঁপড়ে নাচে গুড়ের গন্ধে, ক্ষমতার লোভে মানুষ
ভাঙা বেড়ায় নজর সদাই, মুখে উন্নয়নের বোল    
পচা শামুখে কাটলেও পা, ফেরে না তার হুঁশ
পিঁপড়ে নাচে গুড়ের গন্ধে, ক্ষমতার লোভে মানুষ
ডিগবাজিতে ডিগ্রী করে, সব খানেতেই ওড়ায় ফানুস  
আখের গোছায় রঙ বদলে, জনগণের জোটে মাঠাতোলা ঘোল    
পিঁপড়ে নাচে গুড়ের গন্ধে, ক্ষমতার লোভে মানুষ
ভাঙা বেড়ায় নজর সদাই মুখে উন্নয়নের বোল।

সোনারপুর
১৫/১/২২