নিজে বাদে অন্যে ভালো থাকলে কত জনের সহ্য হয় ?
প্রতিনিয়ত চলে হিংসার প্রবাহ, কেন প্রতিবেশি থাকবে ভালো !
একই নায়ের যাত্রী; তবু কেন অন্যের সুখের ধারা বয়
নিজে বাদে অন্যে ভালো থাকলে কত জনের সহ্য হয় ?
ঈর্ষার আগুনে নিত্য জ্বলে অন্তর, কোন শিক্ষাই যথেষ্ট নয়
জিনগত ত্রুটি নাকি সময়ের দাবী, বোঝা দুস্কর কোথায় আলো
নিজে বাদে অন্যে ভালো থাকলে কত জনের সহ্য হয় ?
প্রতিনিয়ত চলে হিংসার প্রবাহ, কেন প্রতিবেশি থাকবে ভালো !
সোনারপুর
২৪/০৭/২০২২