সময়ের কথা মনে পড়ে  
বেলা পড়ে এলে
চায়না কেউ সঙ্গ দিতে  
দোহাই,  অবেলা বলে
কাল হাসে অট্ট হাসি
অগোচরেই ঘনায় নিশি।    

সোনারপুর
৩০/০৩/২২