ভাবনা গুলোয় ভরা থাকে
অনাবিল এক সুখ
না পেলেও কাছে তাকে
ভরে থাকে বুক
সন্ধানী মন খোঁজে যাকে
দেবে সে দুঃখ !  

সোনারপুর
১৫/১/২১