কাগজের নৌকায় আশ্বাস ভরে
স্বপ্ন বিলায় সওদাগর  
বাঁশের কেল্লার পত্তন করে  
উৎসব হয় চমকদার
কাদের স্বার্থে কারা মরে
প্রশ্নের নেই অধিকার।
  
সোনারপুর
৭/৭/২১