মাত্র তিনটি অক্ষরের সমষ্টি তবুও বৃস্তিতি তার সর্বকালে
সমাজিক আবহে প্রতিদিনের যাপনে কর্মে অকর্মে সে অবিচল
কিছু হয়েছে সার্বজনীন, কিছু তার মাথা তোলে অকালে
মাত্র তিনটি অক্ষরের সমষ্টি তবুও বৃস্তিতি তার সর্বকালে ।
কাটানো যায় না সুশিক্ষায়, জিনগত অবস্থায় বয়ে চলে
সম্বিত ফেরে না, যতক্ষন সম্মুখে না দাঁড়ায় কর্মফল
মাত্র তিনটি অক্ষরের সমষ্টি তবুও বৃস্তিতি তার সর্বকালে
সমাজিক আবহে প্রতিদিনের যাপনে কর্মে অকর্মে সে অবিচল।
সোনারপুর
১৫/০৩/২০২৩