ঘরে ঘরে জ্বালিয়ে আগুন  
খুঁজছ অতল দীঘি শান্তির আশে  
পেলে কি হদিশ কোথাও তার
নাকি সময় গেল সর্বনাশে !  

সফলতার সংজ্ঞা কি ?
একমুঠো সুখ নয় ভাগকরে নেওয়া !  
নাকি স্বেচ্ছাচারের জ্বালিয়ে আগুন
শান্তির আশা টুকুও ঝলসে দেওয়া  
ভারী ভারী জ্ঞানের বোঝায় কি হবে
আচরণেই যদি না হও মানুষ এই ভবে !  

সোনারপুর
৩০/৬/২২