ঘটে যাওয়া সব ঘটনাই এই গোলকে রেখে যায় ছাপ
লুকাতে পারে না কাল কোন ভাবেই, ধরা পড়ে চোখে
সময়ে সে ভেসে ওঠে, ক্রমশ সামনে আসে হলেও অনুতাপ
ঘটে যাওয়া সব ঘটনাই এই গোলকে রেখে যায় ছাপ।
দেখা না গেলেও নিজ মুখ, আচার বিচারে ভাষ্যে হাফ
অপরাধ না হলেও, বোঝে অন্যে মনের খবর মুখ দেখে
ঘটে যাওয়া সব ঘটনাই এই গোলকে রেখে যায় ছাপ
লুকাতে পারে না কাল কোন ভাবেই, ধরা পড়ে চোখে।
সোনারপুর
০১/০৭/২১