ঘোর কাটলেই  বে-ঘোরে যায় দিন মাস বছর
কে কাকে মারবে ল্যাং রাখে সেকেন্ড মিনিটে খবর
যেন দা-কুমড়োর দ্বৈরথ কে কাকে ফাঁসাবে দোষে
দিনে রাতে ছানবিন চাক ভাঙা বোলতার রোষে
হুল নেই তবুও যন্ত্রনায় কাতর, উভয়েই বলে ভুল
হাজার উপমায় কথার পিঠে কথা জীবনটাই ভুন্ডুল।

শিশি বোতল বাসন ছোড়ার লহরে ঝনর ঝনর শব্দ
প্রথম প্রেমে দেওয়া প্রতিশ্রুতির পক্ষে বিপক্ষে বিতর্কে জব্দ
কেউ খায় ঝালমুড়ি কেউ বা ম্যাগি, মান অভিমানে জীবন স্তব্ধ
প্রেমান্তে আছড়ে পড়ে ঢেউ কাটা ছেঁড়ার আঁচড়ে দুর্গত সম্বন্ধ
দিন শেষে কেউ ঘরে কেউ বা বারান্দায় বিছনা ও ভাগাভাগি
প্রমাণ করতেই হবে, কার চেয়ে কে কতটা বেশি রাগি।

ঘোর কাটলেই লাভ ক্ষতির মল্যযুদ্ধে জীবন প্রায় জেরবার  
ঝাঁঝালো কথায় অথবা তির্যকে বেয়াড়া চিৎকার - খবরদার  
শুকিয়ে প্রেমের টলটলে রম্য রস বাংলার পাঁচে ঝরে শুধু কষ  
এ বলে আমি ঠিক, ও মিথ্যেবাদী,  যেন পান্তাভাতে সস  
ছাড়া-ছাড়ির প্রস্ততি চলে – হুঙ্কারে হুকারে বিদীর্ণ বাতাস
ঘোর কাটলেই কঠিন বাস্তবে বিদ্বিষ্ট আছাড় প্রেমের সর্বনাশ।    

সোনারপুর
২৬/১১/২০২২