নানা রঙের স্বপ্নে আঁকা ছোট বড় ভালো লাগা
একসাথে মিলিয়ে নিয়ে, আয়না নতুন স্বপ্ন দেখি
বর্ণচোরা সময়টাকে সরিয়ে রেখে, নতুন করে রঙ মাখি
জীবনের কানা গলি ছেড়ে, চল রাজপথে-তে মিশে যাই
স্বপ্ন নায়ে ভালোবাসা ভরে, একই সাথে নাও ভাসাই
মেঘের মত এক আকাশে, আয়না দুজন ভেসে থাকি
বাঁধন হারা মনের সুখে গল্পে মাতি, বন্ধু হোস যদি
চাওয়া পাওয়ার নেইরে নেশা, শুধু একটুখানি ভালো থাকা।
বাসর ঘরের ঝাড় বাতিটা নিভু নিভু, নামবে অন্ধকার
যে কথা হয়নি বলা আর কাউকে, তোকে বলে যাবো এবার
মনের মত মন না পেলে, রাত পোহানোর গল্প আসেনা
জল ছাড়া কি হয়রে সরস মাটি, একথা কেউ কি বোঝেনা
ভালবাসার কনক চাঁপা হয়রে যদি স্বাতীর বারি সাধা
মন কি তারে ভুলতে পারে, স্বপ্নে যতই থাকুক বাধা।
সোনারপুর
৩০/০১/২০২১