হারানো দিনগুলো যদি আসত ফিরে
আলাদীনের ভেলায় এই ছোট্ট নীড়ে
মহুয়া গন্ধে মাতানো মনের তীরে
বল চাইতে কি হারাতে তারে।
মুক্ত আকাশে ওড়া পাখির কুজন শুনে
ভাবনারা ভেসে গেলে দূরের সবুজ বনে
গুনগুন করে উঠত নাকি গোপন কথারা
মিষ্টি সময়ের উষ্ণ দিনগুলো মনের কোণে।
যখনি মনে পড়ে দেখি ফিরে তারে
ধূসর দিনের স্বরলিপি সরায়ে হৃদয় ভরে
ক্ষণিক আলোর ঝলকে স্মৃতির জানালা ধরে
হারানো দিনগুলো যদি আসত ফিরে।
সোনারপুর
২৫/৫/২০২৩