ভালোবাসা বাসি হলেই পালাই পালাই করে
কে জানে কেন হালকা কথায় অভিমান ঝরে
নিত্য হয়রান দোষ খুঁজে একে অপরের তরে
ঠোকাঠুকি নিত্য সঙ্গী বোঝা না বোঝার ভারে।
বলছে সময় ভেংচি কেটে দেখনা কেমন জ্বালা
ভেবে দেখিস পরজন্মে কি পরবি আবার মালা
তাল লয় হীন সংকীর্তনে জমে সংসার পালা
ভালো থাকার শর্ত একটাই কানে দিলে তালা।
দিন চলে যায় আপন লয়ে শীতের রাত দীর্ঘ হয়
মানের ফাঁস চেপে বসে কোন ভাবেই হয় না লয়
ভালোবাসা বাসি হলেই গোলাপ বনে কাঁটার ভয়
ইচ্ছে ডানার পালক খসে স্বপ্ন জমির দ্রুত ক্ষয়।
ঠিক বেঠিকের দন্দে নাচে জীবন নামের ভেলা
কখনো এদিক কখনো ওদিক ডাইনে বাঁয়ে দোলা
আগে পরের পূর্বরাগে ফুঁসে ওঠে হাজার কথার মেলা
প্রতিদ্বন্দ্বী না সহমর্মী ভীষণ কঠিন এই কথাটা বলা।
সোনারপুর
১৫/০১/২০২৩