তোমার আকাশে সুখের মেলা, আমার বাগানে বসন্ত  হাসি  
দুঃখ নেই গো প্রিয়বন্ধু না হলেও তুমি খুশি
হেথা রোদ ওঠে প্রতিদিন, রাতের জোছনা করে স্নান
এই বেশ ভালো আছি, দখিনা বাতাস শোনায় গান
দেখি চম্পা চামেলি অধরে ঝরে প্রেমের হাসি।  

দুঃখ দিতে চেয়েও পারনি, পারেনি ছুঁতে শীতের বিষণ্ণতা
যারা ঝরে যাবার সেতো যায়, কি হবে ভেবে অতীত কথা
প্রেমের মূল্য যারা বোঝে না, সুখের অসুখে বাঁচা বৃথা
তারা প্রেমের যোগ্য নয়,  একথা কখনো হয় না বাসি।  

অচেনা নগরে সুখের আশে বিলাপের সুরে গেওনা গান
মেনে নিও তারে আলাপে বিস্তারে যতনে রেওয়াজে তান
জেনে রেখো সুখ নয় স্থায়ী সময় বাজাবে শেষের বাঁশি।  

তোমার আকাশে সুখের মেলা, আমার বাগানে বসন্ত হাসি  
দুঃখ নেই গো প্রিয় বন্ধু না হলেও তুমি খুশি।  

সোনারপুর
০১/০৩/২০২৪