কাম নাই তাই কি বাজাও বাঁশি দিবা নিশি    
গাছে চইরা বইসা আছো, অমাবস্যায় খুঁজে শশী    
পোড়ে মন বাঁশির সুরে, জেগে কাটায় সকল নিশি
কুলের আগল নাই কি তোমার, সুর ধরেছ সর্বনাশী
চাও কি বাঁশির টানে কুল হারাইয়া মন হোক বানভাসি।  

কালারে বোঝ না ক্যান, এই যমুনা কুলের জায়া  
কইরোনা আর বাড়াবাড়ি, রেখে ঐ বাঁশির ছায়া  
মন্দ কথা বললে লোকে, যাবে মুছে সুরের মায়া  
জানি পদ্মপাতায় লাগবে না দাগ, মুছবে এই কায়া
মোর ভাইসা গেলে কুলের আসন সবই যাবে খোয়া
মিনতি মোর শুনো গো কালা, কর এবার  দোয়া।  

বাদল মেঘের কাজল রূপে চাতক হয় অনেক খুশী
বারেক দেখায় তৃষ্ণা মেটায় ভুবনে তার পূর্ণ শশী
কুল রাখি না কালায় রাখি ভেবে মরি দিবা নিশি
পানি ঘুলাইয়া মন যমুনায়, হাসছ মিচকে হাসি !

সোনারপুর
৩/৭/২১