সভ্যতার নন্দন কাননে কোন পাপে মহাপ্রতাপে
কিছু বরাহ নন্দনের জন্ম হয়েছিল নিশ্চিত
বেনোজলে যেমন ভেসে আসে বহু বর্জিত
জন্মের সংশাপত্রে নয় সময়ের মাপকাঠিতে
বিজ্ঞ গবেষকের নতুন বিষয় হওয়া উচিত।
এ মাটির প্রতিটি কণায় যে গভীর ক্ষত
তার শোধন কঠিন হলেও নিতে হবে সিধ্যান্ত
এ সভ্যতা নয় দুর্বৃত্তের, সুস্থ মানুষ আছে যত
এ সমাজ আগামীর শিশুর, মহীরুহ বৃক্ষের মত
দুর্বৃত্ত নিধনে মত পথ ভুলে হতে হবে সহমত।
এ সভ্যতার শান্তি হরণে উদ্ধত্য উদগ্রীব যারা
শান্তির বাণী নয় তাদের জন্য, নয় যথেস্ট কোন কারা
শুধু যাওয়া আর আসায় অভ্যস্ত হতে হতে নির্বিকার
প্রতিদিন তছনছ করে জনজীবন বাড়িয়ে অপরাধের ভার
আর কতদিন সইবে সমাজ ? বধ হলে মানবতার !
কতবার করে আইনের লঙ্ঘন, হিসেব নেই তার
কেউ কি জানে কোথায় কত কার হাত মাথার উপর
সামাজিক মানুষ ভাবে, নিশ্চয়ই হবে অন্যায়ের বিচার
দিন মাস বছর যায়, ফুলে-ফেঁপে ওঠে দুর্বৃত্তের সংসার
সামাজিক মানুষ বয়ে চলে দগদগে ক্ষতের যন্ত্রনার ভার।
দেশে দেশে প্রচলিত আইন তাদের জন্য, যারা মানে
ভুলেও করে না অন্যায়, ক্ষিপ্ত হলেও মনে মনে
এপারে দাঁড়িয়ে ওপারের কথা ভেবে ভেবে দিন শেষ
ছেঁড়া পোশাকেও ভুলতে পারে না সৌজন্যতার বেশ
বার বার ভাবি এদের কি রাখবে সমাজ মনে !
২৬/১০/২০২৪
সোনারপুর।