সেই দিনটা অনেক দামী
যেদিন যায় হাসিখুশি
ভবের হাটে হাজার নামী
দুঃখে কাটায় দিবানিশি  
মিলেছে যা;  শুখা মমি  
ভবিতব্য করে হাসাহাসি।

সোনারপুর
২৭/১১/২০২২