অজুহাতের হাতে বন্দী জনতা মাথা কুটে মরে আশা
একটা না হলে অন্যটা যেন আলাদীন যোগায় পাশা
নতুন আশার কথার জালে স্তব্ধ হয় প্রতিবাদের ভাষা  
মানুষ পারে কি বুঝতে ? নব কলেবরে আসে হতাশা ।    

ক্ষয়ে যাওয়া দিনগুলো বারে বারে উঁকি দিয়ে যায়
কোন অপরাধে স্বপ্নের সবুজ নিয়ত ধুঁকে মরে মরিচিকায় ?
আসবে কি আলোর তরী সুজান সময়ের শান্ত ধারায়
জাগবে কি নতুন ছন্দ বইবে বাতাস জীবন পাতায় ?  

আর নয় অজুহাত, এগিয়ে যাবোই হাতে রেখে হাত
আমরা জনতা ভাগ করে নেবো সকল দুঃখের রাত
শীর্ন পাতায় জাগাবো নতুন দিনের মিষ্টি আলোর সুর
কেউ বলবে না সব ঝুট জমাবোই পাড়ি বহুদূর।    

আঁধারের শেষে জাগবে আলো নিয়ে বুক ভরা আশা
শুকনো মুখের ছায়ায় ফেরাবো আশ্বাস, সুখের ভালোবাসা
ভুলে যাওয়া স্মৃতি পথে অজুহাত নয় জাগবে আশা  
ভালো থাকার অঙ্গীকারে জেগে ওঠো মুছে ফেলে হতাশা।  

ক্ষুধিত জঠরের ভীষণ আগুন ঝলসে দেবেই অজুহাতের হাত  
শয়তানের হাত ও ভাববে, নিশ্চয়ই কাটবে অন্ধকারের রাত
মানুষের ভুলে থাকা সাময়িক, ঘুম ভাঙলেই জাগে আশা  
পরিচ্ছন্ন আশা’ই জীবনের প্রতীক, পায় মানুষের ভালোবাসা।  

সোনারপুর
২৩/৩/২০২৩