গবেষণাগারে একটা ভুলে জন্ম নিয়েছিল যুগান্তকারী অপটিকাল ফাইবার  
সঙ্কেত পরিবহনে সবচেয়ে দ্রুতগামী, বিজ্ঞানের অত্যাধুনিক  আবিষ্কার  
একদা ভুলের প্রায় তিন দশক পর নাগালে এসেছিল গবেষণার ফল  
এক যুগান্তকারী সাফল্যে উজ্জ্বল বিজ্ঞানের আরো একটা মিষ্টি সুফল।  

তবুও সব ক্ষেত্রে এমনটা ঘটে না, আলোর নিচেই তো অন্ধকার লুকিয়ে  
কি ঘটেছিল গত শতাব্দীর ছয়ের দশকে ?  বিশ্বের এক নম্বর কলেজে    
প্রযুক্তির উদ্ভাবনই যেখানে ধ্যান জ্ঞান, অতলান্তিকের কাছেই যার অবস্থান
কম্পিউটার পোগ্রামের উদ্ভাবনে প্রতিযোগিতা, রাখতে ধরে শ্রেষ্ঠত্বের সম্মান ।    

আরো দুই দশক পরে আটের দশকে ক্যাম্পাসের ল্যাব ছেড়ে বাজারে এলো
অঙ্ক আর যুক্তি দিয়ে গাঁথা মালায় জটিলতর কাজ আরো সহজে করা গেলো      
কিন্তু ল্যাব ছাড়ার আগেই ঘটেছিল পরিবর্তন, শুধু গড়াতেই নয়; সূত্র ভাঙার  
বিশ বছরের অনুশীলন আর মেধায় সৃষ্টির মধ্যেই ভাঙার কৌশল, হ্যাকার।

আটের দশকেই সুরক্ষা ভাঙার খেলা শুরু হোল সামরিক,বাণিজ্যিক প্রতিষ্ঠানে      
সৃষ্টি হোল বলয় ভাঙার উন্নত কৌশল, ওয়ারম, রান্সয়ামঅয়ার সৃষ্টির ভিন্ন মানে          
আইন তৈরি হলো রুখতে, কিন্তু মেধার কাছে পরাস্ত, অন্তর্জালে ভাসলো ভাইরাস
নয়ের দশকে কম্পিউটার ব্যবসায়ে জোয়ার, ভাইরাস ও প্রতিষেধকে পরিপূরক বাস।  

তারপর, আরো উন্নত কৌশল, জন্ম নিল ক্রিয়েটিভিটি থেকে ক্রাইমের খেলা
মানুষ ও মেধা কখনই আবদ্ধ থাকে না, যদি সেখানে থাকে লাভের মেলা
অস্বাভাবিক কিছু নয়, আজকের ব্যবসায়ী আর ইতিহাসের রাজা বা নবাব
উদ্দেশ্য একই, দখল কায়েম রাখতে বুদ্ধি অথবা বল প্রয়োগ, জিনের স্বভাব।    

সোনারপুর
৩০/৯/২০২৩

Ref :      
Arctic Wolf
How Hacking Has Evolved Over Time