জাহান জুড়ে একটাই নদী; মাঝিও খুব চমৎকার  
হালের মোড়ায় এপার ওপার একই পথে বারংবার  
যাত্রীরা ডাকলেও অনেক নামে, মাঝি কিন্তু নির্বিকার  
ভাবছে হয়ত আপন মনে যত্ত পাগলের কারবার।  

তামাশা দেখে মিচকে হাসে, ভাবে এরা নিশ্চয়ই উন্মাদ
এক গলুইয়ে বসেও এরা মত্ত সদাই বাদ-বিবাদ
একই জমির খাবার খায়, পিয়ে একই নদীর পানি
আসছে যাচ্ছে একই খেয়ায়,  তবুও এত কানাকানি !

ভাবে মাঝি দেখবে খুঁজে স্মৃতি, রহস্যটা ঠিক কোনখানে
মনে পড়ে; ব্যাপারীর দল এসেছিল বেচতে পণ্য এইখানে
নানান রঙের লাগিয়ে মোড়ক; তারা বেচেছিল কানা বেগুন  
বোকা খদ্দের মজে আছে মোড়কে, বোঝেনি তার গুণ।

অনেক ভাবনা ভেবে মাঝি, ঝড়ের মুখে হালটি নিল তুলে
নৌকা হল বেসামাল, হাঁকল মাঝি বাঁচতে মোড়ক দাও ফেলে
কেউ পারে কেউ পারে না, রঙিন মোড়ক বড়ই মায়া তার  
বলল মাঝি ফেলতেই হবে, নয়ত নৌকা যাবেনা ভবনদীর পার।    

সোনারপুর
৩০/০৫/২১