পাঁচিল গুলো পড়ছে ধসে
কোথায় গেলে ঠিকাদার
ভাগের ভাবনায় বেঁধে কষে    
মহান সেজেছ চমৎকার
পালিয়ে গেলে মগজ চষে    
তাকাও ফিরে একটিবার।  

সোনারপুর
২৯/৫/২১