সময়ের সাজ ঘরেতে পুতুল সেজেই কান্না হাসির খেলা
কেউ কি বুঝতে পারি কে আছে তার আড়ে
কে সাজবে জল্লাদ আর কে পরবে ফাঁসির দড়ির মালা
সময়ের সাজ ঘরেতে পুতুল সেজেই কান্না হাসির খেলা।
কে হবে উৎসর্গের জীব কেই বা ধরবে অসি খোলা
হয় না গোচর সেই রহস্য যতই খুঁজি তারে
সময়ের সাজ ঘরেতে পুতুল সেজেই কান্না হাসির খেলা
কেউ কি বুঝতে পারি কে আছে তার আড়ে।
সোনারপুর
৩০/১১/২০২২