সবুজ আমার, সবুজ তোমার, সবুজ প্রতি প্রাণের প্রাণ
বুক ভরে নাও তাজা বাতাস সঙ্গে সবুজ ঘ্রাণ
সবুজ খাওয়ায়, সবুজ পরায়, সুস্থ জীবন সবুজের দান
সবুজ বাঁচাও, সুস্থ থাকো, মাটি আর সবুজের দাও সম্মান
সবুজ গেলে থাকবে না কেউ, নীলগ্রহ হবেই শ্মশান ।
সুস্থ ভাবনায় সুস্থ মনে, সব বাঁচানোই লক্ষ্য হোক
মাটির হৃদয় শূন্য হলে পড়বে কি গো চোখের পলক
যথেচ্ছাচার কংক্রিটে আসুক লাগাম, বাস্তুতন্ত্রের নিয়ম মেনে
উন্নতি হোক শঙ্কাহীন, মাটির বুকে শেল না হেনে
সময় নেই; মাঠে নামো, সবুজ বাঁচাও, বাঁচাও ভূলোক।
কথার কথায় কাজ হবে না, সবুজ সাথেই বাঁধো জান
প্রতিহাতে নতুন সবুজ যত্নে বাড়ুক, এইটুকু হোক প্রতিদান।
সোনারপুর
৫/৬/২১