লোকে যতই মন্দ বলুক, তবুও বাঁধে নতুন সুর
প্রাণপনে সে চেষ্টা করে, করতে সুরের মড়ক দূর
দশটা আঙুল এক রকম নয়, এদিক ওদিক করে
হালছাড়া তার নেই চেতনায়, পাগল পারা ঢেউয়ের পরে  
প্রবল ঝড়ে জমিয়ে পাড়ি  শক্ত হাতে ধরে হাল
মান রেখেছে কুল পেয়েছে, দেয়নি হতে বেসামাল।

পারের মানুষ ভেবেছিল, এবার হয়ত ডুববে নাও
পথ ছিল না সুগম কোথাও, নদীতে ছিল ঘূর্ণি বাও  
পাড় ভেঙেছে চোরা স্রোত, ঝড়ের সাথে সখ্য করে
নখ দাঁতের তীব্র আঁচড়, কথায় কাজে পড়েছে ঝরে  
লড়াইয়ে তার ছিল না খামতি, লক্ষ্যে থেকে অবিচল
জয় করেছে সকল বাধা,  হটিয়ে দূরে শত্রু দল।  

অশ্বমেধের নিশান উড়ুক ফুলে, নতুন আলোয় শক্তি পেয়ে
ভুল যা ছিল সরিয়ে রেখে,  ছোটাক ঘোড়া ধন্যি মেয়ে।    

সোনারপুর
২১/৭/২১