জীবনে অভিশাপের শুরু, যেদিন থেকে পুরুষ হয় কর্মহীন  
ফরমাশ খেটেও যায় না দিন, মুখ ঝামটা এমনিই মেলে
তবুও পাওয়ার আশা ছুটিয়ে মারে;  ভাবনায় সোনার হরিণ
জীবনে অভিশাপের শুরু, যেদিন থেকে পুরুষ হয় কর্মহীন।  

সঞ্চয়ের আয় বা পেনশন তোলাই সার, প্রায়শই অধিকার হীন
খাওয়া-দাওয়ায় নানা নিষেধ, পিছনে গোয়েন্দা বাজার গেলে
জীবনে অভিশাপের শুরু, যেদিন থেকে পুরুষ হয় কর্মহীন।    
ফরমাশ খেটেও যায় না দিন, মুখ ঝামটা এমনিই মেলে।

নিজ সিধ্যান্তে হয় না কিছুই, অন্যেরা বলে চুল পাকলে অর্বাচীন
সম্পত্তি থাকলে আরো জ্বালা, সকাল সন্ধ্যে ভাগা-ভাগি চলে  
জীবনে অভিশাপের শুরু, যেদিন থেকে পুরুষ হয় কর্মহীন।    
ফরমাশ খেটেও যায় না দিন, মুখ ঝামটা এমনিই মেলে।

ভালবাসা সম্মান পরিযায়ী, এই আছে তো এই নেই
সেই দিনটা খুবই সুখের, যে দিন কাটে নিজের মত হেসে খেলে  
জীবনে অভিশাপের শুরু, যেদিন থেকে পুরুষ হয় কর্মহীন।    
ফরমাশ খেটেও যায় না দিন, মুখ ঝামটা এমনিই মেলে।  

সোনারপুর
২৭/০৮/২০২২