সাত দশক পেরিয়ে পূর্ন স্বরাজের স্বীকৃতি আটের দিকে অগ্রসর
বিদেশী শাসন মুক্ত করে সূর্যদয় হয়েছিল প্রায় ২০০ বছর পর
১৬৬ টি অধিবেশনে দীর্ঘ আলোচনার ভিত্তিতে পাওয়া এই উপহার
মুল ছিল যার গভীর বিশ্বাসে পুষ্ট, আশ্বাসে মানুষের জীবনের অধিকার
গণতন্ত্রের অমূল্য দলিল উৎসর্গ হয়েছিল ২৬শে জানুয়ারি জাতির দরবার
স্বপ্ন দিয়ে গাঁথা মালায় নিশ্চিত করা হয়েছে যাপনের নূন্যতম চাহিদার
সময়ের সাথে সংসদীয় কাঠামোর মধ্য দিয়ে আছে সংশোধন ব্যবস্থার
নিশ্চিত হয়েছে মুক্ত ভাবনায় সকল ধর্ম বর্ণের প্রথা পালনের অধিকার।
নানা ভাষা নানা মতের দেশে এমন দলিলের উধারন মেলে না পৃথিবীতে
ছত্রে ছত্রে নির্দিষ্ট হয়েছে সংজ্ঞা কাজের, সুস্থ যাপনের দিশায় প্রতিপদে
শাসকের দায় প্রতিপালনের, মানা এবং মানানোর, ছাড় নেই কোন ভাবে
লঙ্ঘিত হলে ওঠে প্রতিবাদের ঝড় কোটি কন্ঠে, গনতন্ত্রের মুক্ত মহার্ণবে
গর্বিত জাতির শিরায় শিরায় জাগে ভাতৃত্ব বোধ, এ ভূমে সবাই আপনার
চাইলেও লুটাতে দেবে না সজাগ প্রহরী, ত্যাগের বিনিময়ে পাওয়া উপহার।
সোনারপুর
২৬/০১/২১