অতীত না ভবিষ্যৎ,  ঠিক কোন জায়গাতে তাকে পাই
বিজ্ঞান আর আধ্যাত্মবাদের ব্যখ্যায়, কোনটায় নিই ঠাঁই  
পঞ্চভূতের বিস্তার শুধু কি দৃষ্টির পরিমন্ডলেই সীমাবদ্ধ !  
নাকি আরো অনেক দূর, দৃষ্টির পথের বাইরে ও পরিব্যাপ্ত।

ভূত বলে কিচ্ছু নেই সব স্নায়ুর খেলা, বিজ্ঞানের ভাষায়
দেহ থাকে না ঠিকই, মায়া থাকে;  আধ্যাত্মবাদের ব্যখ্যায়
গবেষণা চলছে বহু দশক, নানা ভাবে; তবুও অধরা সমাধান
কেউ অনুভবে পায়, কেউ ছায়ায়, কোন ক্ষেত্রেই নেই প্রমাণ।

অবচেতনে তাকে পেয়েছে অনেকে, চেতনে সে থাকে অধরা  
লোকান্তর শেষ নয়, কর্ম হয়না শেষ, বলেন আধ্যাত্মবাদীরা
ক্ষুধা তৃষ্ণা নেই সে জগতে, চলা ফেরায় নেই কোন বাধা
বিজ্ঞান এ সবের স্বীকার করে না, রহস্যের চিরকালীন ধাঁধা।

লৌকিক আর অলৌকিকের জটাজালে দেশে দেশে ভীত মানুষ
কেহ কেহ জীবিকা নির্বাহে সঙ্গী করে, ভয়ের বাষ্পে ওড়ায় ফানুশ
লোক কথায় মেলে প্রচুর রসদ, নানা প্রক্রিয়া;  অর্জনে বিশ্বাস
সত্যই কি দেহান্তরে হয় শুরু অবয়বহীন অস্তিত্বের শ্বাস প্রশ্বাস।    

সোনারপুর
২৭/০৬/২২