মন বুঝে শুনে কর্ম করিস, নইলে পড়বি ফাঁদে
সব কর্ম নয়রে ভালো, আছে তার সাদা কালো।
কর্ম শেষে পথ হারিয়ে, মরবি মন শুধুই কেঁদে
মন বুঝে শুনে কর্ম করিস, নইলে পড়বি ফাঁদে।
চোখ থাকতে হলে কানা, কেউ কবে না সেধে
করার আগে ভেবে করিস কোনটা তার সত্যি ভালো।
মন বুঝে শুনে কর্ম করিস, নইলে পড়বি ফাঁদে
সব কর্ম নয়রে ভালো, আছে যে তার সাদা কালো।
সোনারপুর
২২/০৬/২০২১