মালি জানে ব্যথার কথা, ঝরে গেলে ফোটার আগে
ফুল ফোটানো কত কঠিন ঊষর ভুমির হৃদয় বাগে
হরিৎ মনের আবেগ সরস ফাগুনে পলাশ যখন জাগে    
মন হারানোর চঞ্চলতায়,  মন কি নিষেধ মনে রাখে
কি হারিয়ে কি পেতে চায়, হিসেব নিকেশ অর্থহীন
ভাবনা যতো অশ্বখুরে ছুটে বেড়ায় সুর স্বপ্নে অন্তহীন
চোখের তারায় খুশীর ঝলক তন্দ্রা বিহীন হাস্নুহেনা রাত
নীল যমুনার এক ছলকেই বেঘোর হৃদয় জমিন মাত ।

নতুন ভোরে শিশির মাখা স্বপ্নরা সব পাল উড়িয়ে আসে
দিল দরিয়ায় সুজান বেয়ে অন্তরাতে গোলাপ হাসি ভাসে
চায় না, মালি সুর্য উঠুক স্বপ্ন মাতাল ভোরের আবেশ টুটে
তপন দহন মাটির বুকে তপ্ত ধুলোয় ঘূর্ণিরা যাক ছুটে
ফটিক জলের আশায় চাতক ফাটাক গলা আকাশ চিরে
স্বাতীর বারি নাই বা হোল, প্রেম লহরী থাকুক হৃদয় ঘিরে।    

সোনারপুর
১৪/১১/২০২১