সিদ্ধিতে কি মুক্তি মেলে থাকলে মনের দরজা বন্ধ
একের পরে আর এক আসে নতুন লক্ষ্যের গল্প.
সিদ্ধির নেশা নয় যেমন তেমন বোধবুদ্ধি হয় অন্ধ
সিদ্ধিতে কি মুক্তি মেলে থাকলে মনের দরজা বন্ধ
জীবন একটাই লক্ষ্য অনেক আদিঅন্তে নেই সম্বন্ধ
পথের শেষে জাগলেও বোধ সময় সম্পর্ক খুব অল্প
সিদ্ধিতে কি মুক্তি মেলে থাকলে মনের দরজা বন্ধ
একের পরে আর এক আসে নতুন লক্ষ্যের গল্প ।  

সোনারপুর
০১/০২/২০২২