বাড়ছে আঁধার কটু কথায়  
পূর্ণচ্ছেদটা গেলো কোই !
সমাজ জীবন জঞ্জালের গাদায়  
পুড়ে হচ্ছে ছাই
কারা লাগালো কিসের মায়ায়
কেউ দেখেছ ভাই ?  

সোনারপুর
৩০/০৩/২০২৩