এই শব্দটির কোন ব্যখ্যার প্রয়োজন হয়নি কোনদিন
হয়ত বা হবেও না সময়ের কোন ধাপে, মাপে বা সরণিতে
যখন যে প্রাণের কাছে আসে, লিঙ্গ বর্ণ ধর্ম নির্বিশেষে
অক্টোপাশের মত জড়িয়ে ধরে আলিঙ্গনে শুষে নেয় জীবন
কখনো ব্যাক্ত, কখনো অব্যাক্ত পরিসরে সামগ্রিক মনন
ভীষণ দাবানলের সাথে যেমন বাতাসের সখ্যতা চিরকালীন।
মানুষ সময় গোনে সন্তর্পণে, তবুও ফাঁক গলে এসেই যায়
কিছুই বোঝা যায় না আগে, কখন কিভাবে সে আসে
নিঃশব্দে; অজান্তে দহনের ছোবলে বিদীর্ন অন্তর জ্বলে
হয়ত কারো অভিজ্ঞ চোখ বুঝতে পারে তার দীর্ঘ ছায়া
হাসিতে, বাহ্যিক প্রসাধনে, ঢাকা থাকে না অদৃশ্য বিষ কায়া
আবেগের মাঠ চৌচির গোপনে, বিপন্ন মন কেবল সময় কাটায়।
ঝাপসা চোখে চেয়ে থাকা, অতীতের পাতা উল্টে দেখা
চোখে পড়ে না ব্যাতিক্রম, অসময়ের শিশিরে ভেজে চোখ
শব্দ পরমানুর বিকিরন, তেজস্ক্রিয় আগুনে লেখা তোমার দায়
খুঁজে পাও বা না পাও, মানতে হয়, ভার লাঘবের আশায়
যুক্তি বুদ্ধি বিবেচনা বিকলাঙ্গ, অদেখা নিয়তির পাঠশালায়
হারানো সময় ফেরে না, চোখে মুখে বিপন্নতার ছায়া মাখা।
সোনারপুর
৪/১১/২০২১