প্রেমে পাগল হওয়া দোষের কিছু নয়, অপাত্রে নয় দান
জীবন ভাসবে হয় নোনা জলে, অথবা বিরহের মরু তৃষায়
কোনটা বাছবে প্রশ্ন করো নিজেকে, নয়ত যাবেই যাবে মান
প্রেমে পাগল হওয়া দোষের কিছু নয়, অপাত্রে নয় দান
যদি ভুল হয়, সিধ্যান্তেই মুক্তি, থেকো না সময়ের অপেক্ষায়
অতীতের কথা কেউ মনে রাখে না, ঠকে শেখা অভিজ্ঞতায়
প্রেমে পাগল হওয়া দোষের কিছু নয়, অপাত্রে নয় দান
জীবন ভাসবে হয় নোনা জলে, নতুবা বিরহের মরু তৃষায়।
সোনারপুর
২৫/০৯/২০২১