অভিযোগ আর মুক্তি এক পংতিতে পড়ে না নিশ্চয়
প্রতিপদে তবু পাশাপাশি থাকে, মানব মনের মস্ত বিস্ময়
কিছুই চাই না,  তবুও অভিযোগের সীমা হীন ছুটে
ক্লান্ত মন গুণ গুণ করে, তৃষ্ণা মেটে না মোটে
স্ববিরোধী ভাবনার স্রোতে ভেসে যায় যা ছিল সঞ্চয়
মুক্তির ভাবনাও উঁকি দেয়, কিন্তু সবই কিন্তু ময়।

বিশ্বাস, সংসার, সবই নাকি অসার, তবুও যন্ত্রনা পাওয়ার
এমন ভাবনা কেন আসে না, কিছুই নয় আমার
যেন মনে হয় নদীটা বইছে বিবসনা হয়ে, চেতনার বিস্তার
নিভৃত মনে কত খড়কুটো, বাসা কি বাঁধে সবাই
মুক্তির কথা জন মানসে ভাসে !  থেকে যায় অজানাই।

সোনারপুর
৭/০৩/২১