প্রতিদিনের ব্যস্ততার মাঝে সামান্য হলেও কিছু ভগনাংশ থাক
মনের কেন্দ্রে কিছু শোনার, কেমন আছো জিজ্ঞাস করার
স্নেহের হাতটা মাথায় নেওয়ার, সময় দৌড়ে গেলে যাক
প্রতিদিনের ব্যস্ততার মাঝে সামান্য হলেও কিছু ভগনাংশ থাক
বেঁচে ছিলাম, বড় হয়েছি তাঁরি স্নেহে আদরে,  নেই রাখঢাক
হিমবাহের গলনে যেমন পুষ্টি পায় ঝর্ণা, করি না অস্বীকার
প্রতিদিনের ব্যস্ততার মাঝে সামান্য হলেও কিছু ভগনাংশ থাক
মনের কেন্দ্রে কিছু শোনার, কেমন আছো জিজ্ঞাস করার।

সোনারপুর
১৫/০২/২০২২