সমাজ ভাবনায় আধুনিক গতি হয়ত এটাই খুব স্বাভাবিক
পাল্টে যাচ্ছে জীবনের অর্থ, ভাবনায় কোথাও যেন নৈর্বরতিক
ছুটছে মানুষ তাল মিলিয়ে পাল্লাদিয়ে উন্নয়নের হতে শরিক
কলম তবুও সন্ধিহান, আগামীর অনুভব কি নয় মানবিক ?
প্রতিদিনের জীবন যুদ্ধে নতুন ভাবনা, সম্ভবনায় আশার সুর
সকাল থেকে সন্ধ্যা নির্ঘুম রাত পেরিয়ে ক্ষয়ে যাওয়া সময়
সব পেয়েছির বাসরে তবুও জীবন কেন এত অসহায়
ভালো থাকার শেষটা কি যাচ্ছে দেখা আর কতদুর ?
শাখা প্রশাখায় ছন্দ পতন কেবল দুটি ভাগেই বিদ্যমান
সত্তর তিরিশের ভাগাভাগি, দীর্ণ যাপনে দীর্ঘ ছায়ার গ্রাস
মানুষ বাঁচাতে খুঁজবে কাকে ভীষণ স্পষ্ট শূন্যতার ত্রাস
বলছে সময় ভাঙছে সমাজ, মিলবে কি সমস্যার সমাধান ?
রোবটিয় সংস্কৃতির মানবিক দায় ! দিন দুপুরে পেঁচার ডাক
কার অপেক্ষায় থাকবে কে ? প্রথাগত তত্ত্বে সমাধান হীন
সম্ভবনার সব সূত্র গুলোই এলোমেলো, সাড়াও খুব ক্ষীণ
সমাজ জীবনের অনুভব নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কাটবে দাগ !
সোনারপুর
১৪/০৬/২০২৩